chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন ১০ কোটি গ্রামীণ মানুষ

নিজস্ব প্রতিবেদক : দেশের গ্রামাঞ্চলে বসবাসকারী প্রায় দশ কোটি মানুষ এ বছরের মধ্যেই দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ইউনিয়ন পরিষদ পর্যায়ে ২ হাজার ৬০০ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহের জন্য প্রকল্প হাতে নিয়েছিল।

২০১৬  সালে শুরু হওয়া ইনফো সরকার -৩ নামের এই প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ৬৩টি জেলার ৪৪৮টি উপজেলার আওতাধীন ২ হাজার ৬০০ ইউনিয়নে ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে।

এই প্রকল্পের সুবাদে নগর ও গ্রামীণ অঞ্চলের বৈষম্য দূর হবে এবং ডিজিটাল প্রযুক্তির সুবিধা গ্রামীণ অঞ্চলে সহজেই পাওয়া যাবে।

এমএইচআই/এএমএস

এই বিভাগের আরও খবর