chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্টের সাহেদ ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে ৯১ লাখ টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে ৪ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত এই আদেশ দেন।

সাহেদ রিমান্ডে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( প্রসিকিউশন ) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে জিঙ্গাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করলে আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নিয়ে আসা হয়।

ঢাকায় রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর