chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্যাপ্টেন বিরাট কোহলির অপরাজিত ৯০ রানে আরসিবির সহজ জয়

খেলাধুলা ডেস্ক : ক্যাপ্টেন বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং এবং ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন কোহলির আরসিবি ৷

ব্যাটিং করতে নেমে শুরুটা ভাল না হলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একাই দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি৷

৫২ বলে ৯০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রয়্যাল ক্যাপ্টেন৷ ইনিংসে চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মারেন কোহলি৷

ম্যাচের প্রথম ইনিংসে শেষ পাঁচ ওভারে কোনও উইকেট না-হারিয়ে দলীয় সংগ্রহে ৭৫ রান যোগ করে সুপার কিংসকে ১৭০ রানের টার্গেট ছুঁড়ে দেন আরসিবি

রান তাড়া করতে নেমে শুরুতেই ফ্যাফ ডু’প্লেসির উইকেট হারায় সুপার কিংস৷ রান পাননি আরও এক ওপেনার শেন ওয়াটসনও৷ মাত্র ২৫ রানে ফর্মে থাকা সিএসকে-র দুই ওপেনারই ডাগ-আউটে ফেরত পাঠিয়ে ধোনিদের বড় ধাক্কা দেন বিরাটের দলের তরুণ স্পিনার সুন্দর৷

তৃতীয় উইকেটে ৬৪ রানের পার্টনারশিপ তৈরি করে অম্বাতি রায়ডু ও নারায়ন জগাদেশন কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সফল হননি৷ ব্যক্তিগত ৩৩ রানে জগাদেশন আউট হওয়ার পর আর কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি সুপার কিংসের।

এরপর ধোনি, জাদেজা ও ব্র্যাভো ক্রিজে এসেই ফিরে যাওয়ায় সিএসকে-র রান তাড়া করা সম্ভব হয়নি৷ আরসিবি-র দুর্দান্ত বোলিংয়ের বিরুদ্ধে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে সুপার কিংস৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বোলিংয়ে নেতৃত্ব দেওয়া ক্রিস মরিস ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে সুপার কিংসের তিন উইকেট তুলে নেন। এছাড়াও দারুণ বোলিং করেন নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর৷

সুপার কিংস-কে ৩৭ রানে হারিয়ে লিগ তালিকায় চার নম্বরে উঠে এল আরসিবি৷ এই হারের ফলে ৭ ম্যাচে সুপার কিংস পাঁচটিতে হেরে পয়েন্ট তালিকায় ছ’ নম্বরে রয়েছে৷

চখ/আর এস

এই বিভাগের আরও খবর