chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় ১৬ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (১০ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন
কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র পুলিশ সুপার হেমায়েতুর রহমান।

আটককৃতরা হলো- মো.উসমান (৩০), জিয়াউর রহমান (৩০), মো.রফিক (৩০), সৈয়দ উল্লাহ (২৮), সোনা মিয়া( ২১), রহমত উল্লাহ (২৯), রশিদ উল্লাহ (১৫), উসমান (২১), ইসামইল (২১), ইয়াসির (২১), সুলতান আহমেদ (৪০), কবির আহমেদ (৪০), রফিক উল্লাহ (৩০) আইয়ুব সালাম (২৫), আবুল কাশেম (১৮)।

পুলিশ সুপার জানান, আটককৃতরা সবাই রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনার সাথে জড়িত ছিলো। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর