chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত, মৃত্যু ৪

ডেস্ক নিউজ : আগস্টে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে। খবর-এএফপি।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চলতি বছরের আগস্টে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে। শুক্রবার (৯ অক্টোবর) বৈরুতের তারিক-আল-জিদে জেলায় এই ঘটনা ঘটে বলে বিবিসি’র একটি খবরে বলা হয়।

ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে অভিযানে নেমেছে দেশটির ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রথমে একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে বৈরুত বন্দরের একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং আহত হন প্রায় সাড়ে ছয় হাজার মানুষ। এই ঘটনার জেরে পদত্যাগ করতে বাধ্য হয় তৎকালীন লেবানিজ সরকার।

এসএএস/

এই বিভাগের আরও খবর