chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে করোনায় আক্রান্ত ৩ কোটি ৭১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫৮ হাজার ৪৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ২৬৪ জনে দাঁড়িয়েছে। 

ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, করোনায় নতুন করে প্রাণ ঝরেছে ৫ হাজার ৮০৮ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৭২ হাজার ২১৮ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন আড়াই লাখের বেশি রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৬৩৯ জনে পৌঁছেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৮ লাখ ৯৪ হাজার ৪৭৮ জন মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৪৮ জনের।

ভারতে গত একদিনেও ৭৩ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৭ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৭ হাজার ৪৫০ জনের।

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৫০ লাখ ৫৭ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৬৯২ জনে ঠেকেছে।

রাশিয়ায় করোনার ভুক্তভোগী ১২ লাখ ৭২ হাজারের বেশি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৭ জনে।

কলম্বিয়ায় শনাক্ত ৮ লাখ ৯৪ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৯৫ জনের।

স্পেনে আক্রান্ত ৮ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৩২ হাজার ৯২৯ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৩ হাজার ২২৫ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। যেখানে মৃতের সংখ্যা ৩৩ হাজার ১৫৮ জনে ঠেকেছে।

মেক্সিকোয় আক্রান্ত ৮ লাখ ৪ হাজারের বেশি। সেখানে প্রাণ গেছে ৮৩ হাজার ৯৬ জন মানুষের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী প্রায় ৬ লাখ ৯২ হাজার। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ৫৮৩ জনের।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫৪৭ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা পৌনে ছয় লাখের বেশি। যেখানে প্রাণ ঝরেছে ৪২ হাজার ৬৭৯ জন ভুক্তভোগীর।

ইরানে করোনার শিকার ৪ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৯৮ জনের।

বাংলাদেশে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৪৭৭ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর