chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে আরও ৯টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে সরকার

ডেস্ক নিউজ : দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও ৯টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সাম্প্রতিক পরিচালনা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত (২০ আগস্ট) বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় নতুন আরো ১০টি অর্থনৈতিক অঞ্চলের স্থান অনুমোদন দেওয়া হয়েছিলো।

নতুন করে ৯টি যোগ হলে বর্তমানে অনুমোদিত অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলগুলির সংখ্যা দাঁড়াবে ১০২। পূর্বে অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলগুলির মধ্যে বর্তমানে নয়টি উত্পাদনে রয়েছে বলে জানিয়েছে বেজা।

বৈঠকে পূর্বে অনুমোদিত ১৯৮ টি দেশী ও বিদেশী সংস্থার অর্থনৈতিক অঞ্চলগুলির জন্য ২ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে এসব অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

বেজা জানায়, সভায় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী শিল্পের বিকাশের ওপর গুরুত্ব দেন। অনগ্রসর অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল তথা শিল্পনগর গড়ে তুলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর