chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ১০০ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ১ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ১০০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন; এর মধ্যে ৮৭ জন মহানগরের ও ১৩ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৪২৭ জনের মধ্যে ১৪ হাজার ১২ জন নগরের ও ৫ হাজার ৪১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৭ জন; এর মধ্যে ২০৪ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা মিলেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মিলেনি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, শেভরণে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা মিলেছে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর