chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্ষণের শাস্তি  মৃত্যুদণ্ড করার দাবিতে পটিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে পটিয়ায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) থানার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামীগের সহ সভাপতি আইয়ুব বাবুল।

সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আহমদ নুর, পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি এম নাছির উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ, সাবেক উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, পটিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সামশুল আলম বিকম, সৈয়দ নুরুল আবছার, মুক্তিযোদ্ধা আমিনুল হক, অধ্যাপক রওশনগীর আমিরী, আবু তাহের, শিমুল ধর, মাহবুবুল আলম, আমিনুর রহমান খান, আবদুল মালেক, ইদ্রিস মল্ল, পটিয়া উপজেলা মেম্বার সমিতি’র সভাপতি শহিদুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ার, বি. এম নাজিম, পটিয়া শাপলা কুঁড়ি আসরের সভাপতি আবদূল করিম, পটিয়া জামে মসজিদের খতিব মাওলানা হামিদুল হক, এস এম রেজাউল করিম, সলিমুল্লা লিংকন, আব্দুল মান্নান, নুরুল আবছার মুরাদ, জানে আলম রুবেল, আকাশ দাস, জয় দেব, বিপ্লব চৌধুরী, আরাফাত, ফরহাদ বিন আবছার, মো. তানসিফ, আতিক শাহারিয়ার মাহিসহ পটিয়ার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এসময় সভাপতি’র বক্তব্যে পটিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আইয়ুব বাবুল বলেন, ধর্ষণকারীদের কোন দল নেই, তাদের কোন ধর্ম নেই। তারা দেশ ও জাতির শত্রু। ধর্ষণকারী কোন দলের হতে পারে না। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ড হওয়া উচিত। যাতে ভবিষ্যতে কেউ ধর্ষণ করার দুঃসাহস করতে না পারে।

তিনি আরো বলেন, ধর্ষণের বিরুদ্ধে সারাদেশে চলমান এই আন্দোলনকে কাজে লাগিয়ে যারা সরকার পতনের নীল নকশা আঁকছেন তারা সাবধান হয়ে যান। আমরা ৮০ এবং ৯০ দশকের ছাত্র নেতারা এখনও রাজপথ ছাড়িনি সকল অশুভ শক্তিকে প্রতিহত করা হবে। ধর্ষণকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

এসএএস/

এই বিভাগের আরও খবর