chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে: মির্জা ফখরুল  

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারী নির্যাতন ও ধর্ষণের হার যে বেড়ে গেছে তাতে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন। এটা একটা বিরল ঘটনা। এই বিবৃতিতে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এতে দেশের মানুষের সমস্ত ইজ্জত নষ্ট হয়ে গেছে। আজ এই সরকার শুধু নারী নির্যাতন-ধর্ষণ নয়, সমস্ত বাংলাদেশকে ধর্ষণ করছে। এই দায় তারা এড়াতে পারে না।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএনপির ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি তে তিনি এসব কথা বলেন।

নারীদের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনাদের প্রতি যে অন্যায়-অবিচার চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।

নোয়াখালীর ধর্ষণের ঘটনার তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, মাসখানেক ধরে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ কিছু করেনি। কারণ, সারা দেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ভোটচুরির সরকার প্রশাসনকে ব্যবহার করেছে। তাই মানুষ আওয়ামী লীগকে ভয় পায় না। ভয় পায় পুলিশকে।

বিএনপির এ কর্মসূচি জনগণের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে। এটি সারা দেশে ছড়িয়ে পড়বে। এ দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। কখনো একনায়ক, স্বৈরাচার ও ফ্যাসিবাদকে মেনে নেয়নি।

জাতি মহাসঙ্কটের মধ্যে আছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, এ সংকট মানুষের অস্তিত্বের সংকট।

কর্মসূচি থেকে মির্জা ফখরুল নারী, তরুণসহ সকলে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের বিরুদ্ধ রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, স্বৈরাচার পরাজিত হবে। আমরা জয়ী হব।

 

এই বিভাগের আরও খবর