chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পলি জমে ভরাট হচ্ছে কর্ণফুলী

নদীর কান্না শুনছে না কেউ

ছবি প্রতিবেদন : সারা দেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ ভোমরা চট্টগ্রাম বন্দর। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে নেমে দীর্ঘ ৩২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কর্ণফুলী মিলেছে বঙ্গোপসাগরে।

কর্ণফুলী নদী ভরাট

তবে কর্ণফুলীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কারো যেন গরজ নেই। নিয়মিত ড্রেজিং না করায় পলি জমে ভরাট হয়ে যাচ্ছে এই নদী। যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পলি জমে নদীর বিভিন্ন স্থানে চর তৈরি হয়েছে। এতে নদীর প্রশস্ততা ধীরে ধীরে কমে যাচ্ছে।

কর্ণফুলী নদী ভরাট

নদীতে চর পড়ায় কর্ণফুলীর শাখা খালগুলো এখন মৃতপ্রায়। খালের মুখ সঙ্কীর্ণ হয়ে যাওয়ায় বর্ষায় নগরী থেকে বের হতে পারে না বৃষ্টির পানি। ফলে সামান্য বৃষ্টিতেই নগরীতে জলজট দেখা দেয়।

কর্ণফুলী নদীর চর দখল

কোথাও কোথাও নদীর চর দখল করে ভাড়া দিয়েছে প্রভাবশালীরা। এসব জায়গায় অনুমতি ছাড়াই বাঁশ, বালু, মাছের ট্রলার মেরামতসহ নানা ধরনের ব্যবসা বাণিজ্য চলছে। ছবি – এম ফয়সাল এলাহী

এই বিভাগের আরও খবর