chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৩ অক্টোবর সুখবর পাচ্ছেন আইফোনপ্রেমীরা!

প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে আইফোন। প্রতিবছর সেপ্টেম্বরে নতুন আইফোনের ঘোষণা আসলেও করোনা মহামারির কারণে এ বছর এখনো কোনো ঘোষণা আসেনি অ্যাপলের পক্ষ থেকে।

তবে জানা গেছে, আগামী ১৩ অক্টোবর হতে যাচ্ছে সেই প্রত্যাশিত দিন। এনডিভির খবরে বলা হয়েছে, ‘হাই স্পিড’ স্লোগানে আগামী ১৩ অক্টেবর একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে অ্যাপল।

জোর গুঞ্জন রয়েছে, এই ইভেন্টেই অ্যাপল তাদের নতুন আইফোন ১২ সিরিজ উন্মোচন করতে পারে।

এ বছর মোট ৪টি আইফোন আনতে পারে অ্যাপল: আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো।

প্রতিটি ফোনেই থাকবে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট। এর মধ্যে আইফোন ১২ মিনি হবে ৫.৪ ইঞ্চি স্ক্রিনের, আইফোন ১২ এবং ১২ প্রো হবে ৬.১ ইঞ্চি স্ক্রিনের এবং আইফোন ১২ ম্যাক্স প্রো হবে ৬.৭ ইঞ্চি স্ক্রিনের।

আইফোন ১২ ও আইফোন ১২ ম্যাক্সে ডুয়েল ক্যামেরা সেটআপ ও অন্য দুটি মডেলে তিন ক্যামেরা সেটআপ থাকবে।

অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করা যাবে।

এমআই/

এই বিভাগের আরও খবর