chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রিজার্ভ বাজারে আগুনে পুড়লো ৯ দোকান

ডেস্ক নিউজ : রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার আগুন লেগে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (০৭ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের সময় হোটেল নাদিশা সংলগ্ন কাচা দোকানপাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের কাচা দোকান  ৯টির মত পুড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে প্রতি বছর এ ধরনের বিদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হয়ে থাকে। তাই এসব বিষয় নিয়ে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া দরকার। এবারও বিদ্যুতিক মিটারে গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের কর্মকর্তা উদয়ন চাকমা জানান, ভোর ৪টা ২০মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৩০মিনিটে। ৫টা ২৫ মিনিটে আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ৯টি কাচা দোকান পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে একটু সময় লাগবে।

এসএএস/

এই বিভাগের আরও খবর