chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পোড়া তেলে মিষ্টি তৈরি, রসে ভাসছে তেলাপোকা

হাটহাজারীর ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারী উপজেলার মির্জাপুর সরকারহাট এলাকায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি তৈরিতে ব্যবহার করা হচ্ছে পোড়া তেল। পুরনো মিষ্টির রসে ভাসছে মরা তেলাপোকা। যার কারণে দোকান মালিককে গুনতে হলো ৩০ হাজার টাকা।

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব দেখতে পায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন।

ইউএনও বলেন, ঘোষ মিষ্টান্ন ভান্ডারে পেছনে ডাস্টবিনে গিয়ে দেখা গেছে পোড়া কালো তেলে মিষ্টি তৈরি করা হচ্ছে। পুরনো বাসি রসে রাখা হয়েছে মিষ্টি। সেই মিষ্টির রসে মরা তেলাপোকা ভাসছে দেখা গেছে।

প্রথমে তারা পোড়া তেলে মিষ্টি তৈরি হয়না বলে অস্বীকার করেন। পরে যখন জানতে চাই পোড়া তেল গরম কেন। তখন তারা স্বীকার করেন।

এসব অপরাধে দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে সতর্ক করা হয়েছে। যদি পরবর্তীতে এসব কাজ করেন তাহলে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইউএনও রুহুল আমিন।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর