chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : এখনো নিখোঁজ ৯

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৩৪ জেলের মধ্যে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন। ধারণা করা হচ্ছে তারা কেউ বেঁচে নেই।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

জানা গেছে, শনিবার দিনগতরাতে উপজেলার ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে গভীর সাগরে টংজাল দিয়ে মাছ ধরতে যায় বাঁশখালীর মো ছগির মাঝির ‘শাহী মদিনা’ ফিশিং বোট। রবিবার সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। প্রাথমিকভাবে ৩ জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায় বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। উদ্ধার হওয়ারা হলেন, মো. নুরুন্নবী, মো. দেলোয়ার এবং মো, মহিউউদ্দিন।

মৎস্য কর্মকর্তা উদ্ধারকৃতদের বরাত দিয়ে জানিয়েছে, তারা তিনজন ছাড়াও আরও ২২ জন আরেকটি নৌকা আশ্রয় নিয়েছে। এর মধ্যে ট্রলার মালিক ছগিরও রয়েছে। বাকি ৯ জন এখনো নিখোঁজ রয়েছে।  ৯জনকে উদ্ধার করতে গতকাল (রবিবার) দুটি বোট সাগরে যায়। এখনো একটি বোটও ফিরে আসেনি।

এসএএস/

এই বিভাগের আরও খবর