chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি শিক্ষার্থীদের মেস ভাড়া কমেছে ৪০ শতাংশ!

নিজস্ব প্রতিনিধি : ব্যক্তি মালিকানাধীন বাসা-কটেজ ও মেসে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ভাড়া ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কটেজ মালিক সমিতি।

আজ রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়, হাটহাজারী থানা ও হাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে কটেজ মালিকদের সংগঠনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া। বলেন, করোনা সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে। ছাত্রদের কথা বিবেচনা করেই দীর্ঘদিন ধরে কটেজ মালিক সমিতির সাথে আমাদের দফায় দফায় সভা হয়।

আমাদের দাবি ছিল ৫০ শতাংশ মেস ভাড়া কমানো। কটেজ মালিক সমিতি ২০ শতাংশ এর বেশি ছাড় দিতে অপারগতা প্রকাশ করে আসছিল। পরে তারা ৩০ শতাংশ ছাড় দিতে সম্মত হলে হাটহাজারী উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় ৪০ শতাংশ কমানোর প্রস্তাবে তারা সম্মত হয়।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, বিশ্ববিদ্যালয়, থানা ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে কটেজ মালিক সমিতির সাথে সভা হয়। ছাত্রদের দাবি ছিল ৫০ শতাংশ, কিন্তু সমিতির পক্ষ থেকে ৩০ শতাংশের বেশি ছাড় দিতে রাজি হচ্ছে না।

পরে দীর্ঘ আলোচনার পর মালিক সমিতি ৪০ শতাংশ ছাড়ে সম্মত হলে আমি সমিতিকে ৫০ হাজার টাকা উপহার দেওয়ার কথা বলি। সমিতি আমার অফিসে আসলেই চেক পেয়ে যাবে।

চবি কটেজ মালিক সমিতির সভাপতি মো. শাহ আলম বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছি। সভায় ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভাড়া গত এপ্রিল মাস থেকে বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত নেওয়া হবে।

এর আগে কটেজ মালিক সমিতি ভাড়া ২০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তা অপর্যাপ্ত মনে করে বিভিন্ন সময় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ ও মানববন্ধন করতে দেখা যায়। এ প্রেক্ষিতে আজকের সভায় কটেজের ভাড়া ৪০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর