chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে সরকারি জায়গায় গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি জায়গার উপর অবৈধভাবে গড়ে উঠা ১৫ টি স্থাপনা গুড়িয়ে দিয়ে ১০ শতক জায়গা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (৪ অক্টোবর) পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকায় এ উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনকে সাথে নিয়ে সহকারী কমিশনার (ভুমি) মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযানের নের্তৃত্ব দেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, গোমদণ্ডী ফুলতল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি স্থাপনা উচ্ছেদ করে সরকারি ১০শতক জায়গা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জায়গাটি লাল পতাকা ও সাইন বোর্ড টাঙিয়ে কাঁটা তারের ঘেরা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়।

অভিযানে পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ভুমি অফিসের কানুনগো আশীষ তরু চাকমাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চখ/আরএস

এই বিভাগের আরও খবর