chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেফাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল হাসান

ডেস্ক নিউজ : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজধানীর গুলশান আজাদ মসজিদের খতিব মাহমুদুল হাসান। তিনি জামিয়া উসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুতামিম।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কওমী মাদ্রাসা নিয়ন্ত্রক সংস্থা-বেফাকের নেতৃত্ব নির্বাচনে আমেলা সদস্যদের সভায় এমন সিদ্ধান্ত হয়।

এর আগে সকাল থেকে শুরু হয় আমেলা বৈঠক। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাক অফিসের পাশে ‘শাহজালাল কনভেনশন সেন্টার’ এ আমেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই বেফাকের সাবেক চেয়ারম্যান মরহুম আল্লামা শাহ আহমদ শফী’র মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বেফাকের এ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন চারজন। সর্বশেষ চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী গত ১৭ সেপ্টেম্বর ইন্তেকালের পর শূন্য হয়ে যায় চেয়ারম্যানের পদটি। আজ চেয়ারম্যান নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ হলো এ শূন্যপদ।

আল্লামা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আমেলা বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা মাহমুদুল হাসান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, আল্লামা নূরুল ইসলাম জিহাদী, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আব্দুল হক, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুর রশীদ, নুর আহমদ কাসেম, মুফতি মিজানুর রহমান সাঈদ, ঢালকানগরের মাওলানা জাফর আহমদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, বরিশালের মাওলানা উবায়দুর রহমান মাহবুব, আরজাবাদের মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, জামিয়া সাহাবানিয়ার মাওলানা নেয়ামাতুল্লাহ, মাদারীপুরের মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা নূরুল আমিন, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুবারাকুল্লাহ, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীসহ ১৪৬ জন আমেলা সদস্যের মধ্যে ১২৭ নির্বাচনে অংশ নেন।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর