chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধু হত্যা নিয়ে সিনেমা

ডেস্ক নিউজ:  ১৫ আগষ্ট, বাঙ্গালি জাতির জন্য শোকাবহ দিন। ১৯৭৫ এই দিনে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দিনটি স্ররণ করে রাখার জন্য নির্মিত হচ্ছে সিনেমা। আর সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেতা বাপ্পি চৌধুরী

ছবিটি নির্মাণ করবেন আশরাফ শিশির। যেখানে উঠে আসবে, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। চলচ্চিত্রটির নাম ‘৫৭০’। বাপ্পী চৌধুরী ছাড়াও আরো অভিনয় করবেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ প্রায় তিন শতাধিক শিল্পী।

শুক্রবার (২ অক্টোবর)  সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে ‘৫৭০’-এর শুভযাত্রা ঘোষণা করা হয়। শনিবার (৩ অক্টোবর) থেকে ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের ১৭ মার্চ চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।

 

এই বিভাগের আরও খবর