chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রূপসা মাল্টিপারপাসের চেয়ারম্যানসহ ৫ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : নানা প্রলোভনে দেখিয়ে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার দায়ে রূপসা মাল্টিপারপাসের চেয়ারম্যানসহ ৫ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃস্পতিবার (১ অক্টোবর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর দফতরে তাদের তলব করা হয়।

তারা হলেন রূপসা কিং গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মুছা হাওলাদার, প্রকল্প পরিচালক রাশেল হাওলাদার, পরিচালক জাকির হোসেন ও আবুল কালাম।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, প্রায় ১৪ বছর ধরে মাল্টিপারপাসের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ব্যবসার পরিবর্তে নিজেরাই পকেটে ভরেছে এসব টাকা।

যেসব গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তাদের অধিকাংশই ইপিজেডের পোশাক শ্রমিক। ওই সমিতিতে রয়েছেন প্রায় ১৪ জন পরিচালক। কমবেশি ৩ লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়।

এই বিভাগের আরও খবর