chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার মধ্যেও দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

ডেস্ক নিউজ: অর্থনীতির গতি অনেকটাই কমিয়ে দিয়েছে করোনা ভাইরাস। তবে করোনার কারণে অর্থনীতির চাকা বাধাগ্রস্ত হলেও ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে প্রবাসীরা। গত সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা।

যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

এর আগে গত জুলাই মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার রেকর্ড রেমিট্যান্স এসেছিল।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে (প্রতি ডলার ৮৪ টাকা ধরে)।

যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৪০ লাখ ডলার বা ৪৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে ১৪৭ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এদিকে চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছে ৬৭১ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময় রেমিট্যান্স এসেছিল ৪৫২ কোটি ডলার।

এমআই/

এই বিভাগের আরও খবর