chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে মুম্বাই

খেলা ডেস্ক: আইপিএলে বৃহস্পতিবারের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেল রোহিত শর্মার দল।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনই স্বস্তির দেখা মেলেনি পাঞ্জাবের।মাত্র ১৪৩ সংগ্রহ করতে পারে দলটি। ওপেনিং জুটিতে ৩৮ ওঠার পর নিয়মিত উইকেট খোয়াতে থাকে।

মায়াঙ্ক আগরওয়াল (২৫), করুণ নায়ার (শূন্য), অধিনায়ক লোকেশ রাহুল (১৭), নিকোলাস পুরান (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (১১), জেমস নিশাম (৭), সরফরাজ খানরা (৭) কেউ ভরসা দিতে পারেননি।

কৃষ্ণাপ্পা গৌতম (২২) শেষ দিকে কিছুটা ব্যবধান কমানোর চেষ্টা করেন। মুম্বাইয়ের হয়ে নজর কাড়েন জশপ্রীত বুমরা, রাহুল চাহার ও জেমস প্যাটিনসন। তিনজনই দুটি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। বাঁ-হাতি পেসার শেলডন কটরেলের দুরন্ত সুইংয়ে বোল্ড হন কুইন্টন ডি’কক। স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই পড়ল প্রথম উইকেট।

দ্বিতীয় ওভারে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বেঁচে যান ডিসিশন রিভিউ সিস্টেমের সুবাদে। মোহাম্মদ শামির বলে তাকে এলবিডব্লিউ দেওয়া হয়েছিল। রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে।

চতুর্থ ওভারে অবশ্য ফের আঘাত হানে পাঞ্জাব। দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদব (১০) রান আউট হন সেই মোহাম্মদ শামির সরাসরি থ্রোতে। ২১ রানে পড়ে দ্বিতীয় উইকেট।

সেখান থেকে মুম্বাইকে টানছিলেন রোহিত শর্মা ও ঈশান কিষান। দু’জনে ৬২ রান যোগ করেন তৃতীয় উইকেটে। ৩২ বলে ২৮ করে ঈশান যখন ফেরেন তখন ১৩ দশমিক ১ ওভারে মুম্বাইয়ের রান ৮৩।

রোহিতের পঞ্চাশ আসে ৪০ বলে। চার মেরে অর্ধ শতরানে পৌঁছেন হিটম্যান। তারপরই ঝড় তুলেন তিনি। তবে তাণ্ডব ছড়ানোর আগেই রোহিতের সেই ঝড় থামিয়ে দেন মোহাম্মদ শামি। ৪৫ বলে ৮টি চার ও তিনটি ছক্কা মেরে ৭০ রানে ফেরেন রোহিত, দলের রান তখন ১৬ দশমিক ১ ওভারে ১২৪/৪।

ক্রিজে এসে পোলার্ডের সঙ্গে যোগ দেন হার্দিক পান্ডিয়া। এসেই ঝড় তুলেন তরুণ এই হার্ডহিটার। সঙ্গে যোগ দেন পোলার্ডও। মাত্র ২৩ বলে দুজনে মিলে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে তুলে ফেলেন ৬৭ রান।

যাতে মুম্বাইয়ের স্কোর পৌঁছে যায় সেই চার উইকেটেই ১৯১-এ। পোলার্ড অপরাজিত ছিলেন মাত্র ২০ বলে ৪৭ করে। সঙ্গী পান্ডিয়া খেলেন ১১ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস। যাতে পাঞ্জাবের লক্ষ্য গিয়ে ঠেকে ১৯২ তে।

এমআই/

এই বিভাগের আরও খবর