chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেম্পু ইসমাঈল পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিবেদকঃ ইসমাঈল হোসেন ওরফে টেম্পু (৩৫)। নগরের চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকার ইউসুফ ওরফে বাম্পার ইউসুফের ছেলে। নগরের বিভিন্ন রয়েছে ২৫ টি মামলা।প্রতিটি মামলা খুন, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ দায়ের করা।

পুলিশের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গতকাল (১ অক্টোবর) বায়েজিদ থানার রউফাবাদ এলাকা থেকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়।

ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, পুলিশের তালিকাভুক্ত আসামি ইসমাঈল হোসেন ওরফে টেম্পু (৩৫) কে পুলিশ আটক করে। গ্রেফতার এড়াতে সে নানা কৌশল অবলম্বন করেন। তার বিরুদ্ধে নগরের চান্দগাঁও সহ বিভিন্ন থানায় ২৫ টি মামলা রয়েছে। এবারে একটি ছিনতাইয়ের ঘটনার আসামি ধরতে গিয়ে পুলিশ তার খোঁজ পায়। পরে তাকে গ্রেফতার করে।

বিজয় বসাক আরও জানান, ইসমাঈল হোসেন ছিনতাইয়ের কাজে টেম্পু ব্যবহার করতেন। এভাবেই আস্তে আস্তে সে টেম্পু ইসমাঈল নামে পরিচিত লাভ করে। পরে ইসমাঈলের দেখানো মতে স্থান হতে পুলিশ
১ টি দেশীয় অস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ, ১টি স্টিলের ধামা ও ৫শ’ ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এমএইচকে/চখ