chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শীঘ্রই আসছে ভিভো ভি২০

প্রযুক্তি ডেস্ক: বাজেট ফোনের জন্য জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সম্প্রতি সেলফি ও ফটোগ্রাফিপ্রেমীদের উন্নত অভিজ্ঞতা দিতে ‘ভিভো ভি২০’ নিয়ে আসছে চীনা বহুজাতিক প্রতিষ্ঠানটি।

চলতি বছরের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আনা ভি২০ ফোনে থাকবে আই অটোফোকাস প্রযুক্তি।

ফোনটির প্রধান বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী ক্যামেরা। এতে ব্যবহৃত আই অটোফোকাস প্রযুক্তির ফলে মোবাইল ফটোগ্রাফিতে পেশাদার ফটোগ্রাফির মতো সুবিধা পাওয়া যাবে এবং যেকোনো কিছুর পরিষ্কার ছবি তোলা যাবে। পাশাপাশি আল্ট্রা এইচডি ভিডিও ধারণ করার সুবিধাও পাওয়া যাবে।

এছাড়া এই প্রযুক্তির মাধ্যমে সেলফি বা পোট্রেট তোলার সময় ক্যামেরা নিজেই কালার টোন ঠিক রেখে বিষয়বস্তু বাছাই করে নেবে। যার মাধ্যমে চলমান অবস্থাতেও স্থির ছবি তুলতে সাহায্য করবে ভিভো ভি২০।

ভিভো ভি২০ আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

এমআই/

এই বিভাগের আরও খবর