chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাত ভাষায় উইকিপিডিয়াতে ববিতা

ডেস্ক নিউজ:  এক বিরাট অর্জন করলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। এবারে অভিনয়ের পাশাপাশি উইকিপিডিয়াতেও সম্মানের আসনে আসীন হলেন এ গুনী অভিনেত্রী

ববিতা সম্পর্কে উইকিপিডিয়াতে জানা যাবে সাত ভাষায়। যা এদেশের চলচ্চিত্র শিল্পীদের বেলায় বিরল ঘটনা। সাধারণত উইকিপিডিয়ায় একটি বা দুইটি ভাষাতেই তারকার তথ্য দেখা যায়। কিন্তু ববিতার ক্ষেত্রে যুক্ত করলো  বাংলা, ইংরেজি, আরবি, কোরীয়, তামিল, ওড়ীয় ও পাঞ্জাবি ভাষায় অনলাইনভিত্তিক এনসাইক্লোপিডিয়া ‘উইকিপিডিয়া’।

এ প্রসঙ্গে গণমাধ্যমে ববিতা বলেন, ‘এটা আমার জন্য বিরাট পাওয়া। অন্য অনেক পুরস্কারের মতোই এটি আমার কাছে মূল্যবান। ভীষণ খুশি লাগছে আমার। তারা আমার ওপর রিসার্চ করেই কাজটি করেছে। নতুন জেনারেশনের শিল্পীরাও এটা দেখে অনুপ্রাণিত হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিনদেশী মানুষরা এখন থেকে আমার সম্পর্কে জানতে পারবেন।’

নিলা চাকমা/ চখ

 

এই বিভাগের আরও খবর