chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ন্যায় বিচার পাইনি, উচ্চ আদালতে যাব : মিন্নির বাবা

ডেস্ক নিউজ : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ন্যায় বিচার পাইনি, উচ্চ আদালতে যাবো।

পাশাপাশি রায়ের বিষয়ে একই বক্তব্য আসামিপক্ষের আইনজীবীদের। তারাও মামলাটিতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায়ে অপর ৪ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মিন্নিসহ ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হলেন- রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান। আর খালাস পেয়েছেন মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম ওরফে সাইমুন।

এসএএস/

এই বিভাগের আরও খবর