chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যা কিছুই করেছি, বার্সার লাভের জন্যই করেছি: মেসি

ডেস্ক নিউজ: গত কিছুদিন ধরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সম্পর্কে টানাপোড়েন চলছিল। গুঞ্জন ছিল ন্যু ক্যাম্প ছাড়ছেন মেসি।

শেষপর্যন্ত অবশ্য কোথাও যাননি মেসি। নিজের শৈশবের ক্লাবের সঙ্গে কোনো সিদ্ধান্তের জন্য আদালতে যেতে রাজি ছিলেন না মেসি, তাই অন্তত এবারের মৌসুমটি বার্সায় থাকতে রাজি হয়েছেন তিনি।

তবে ক্লাব ছাড়া বিষয়ক যা কিছুই করেছেন, সবকিছু বার্সেলোনার ভালোর জন্য বলেই জানিয়েছেন মেসি।

স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি নিজের ভুলগুলোর সকল দায় নিচ্ছি। যদি সত্যিই ভুলগুলো হয়ে থাকে, তবে আমি সেগুলো বার্সেলোনাকে আরও শক্তিশালী ও ভালো করার জন্যই করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি দলের সকল ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের একটা বার্তা দিতে চেয়েছিলাম। যেকোনো সময় আমার কোনো কথা বা কাজে যদি তারা বিরক্ত বা মনঃক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে তাদের জানা উচিৎ যে আমি যা কিছুই করেছি, ক্লাবের লাভের কথা চিন্তা করেই করেছি।’

মেসির ভাষ্য, ‘অনেক দ্বিমত ও মতপার্থক্যের পর সবকিছুর একটা শেষ হওয়া দরকার। আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এখনও সেরাটা আসা বাকি রয়েছে। আমাদের লক্ষ্য অর্জনে রোমাঞ্চ ও উত্তেজনার পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে একই পথে কাজ করে যেতে হবে।’

বৃহস্পতিবার লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, প্রতিপক্ষ সেল্টা ভিগো।

এমআই/

এই বিভাগের আরও খবর