chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভ্যাকসিনের জন্য এডিবির ৩০ লাখ ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভাইরাসটির ভ্যাকসিন পাওয়ার জন্য অন্যান্য দেশের মতো বাংলাদেশও মরিয়া। এদিকে ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৩০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ অনুদান চুক্তিতে স্বাক্ষর করেছেন।

মনমোহন প্রকাশ বলেন, এই অনুদান দিতে পেরে আমরা অত্যন্ত সন্তুষ্ট। ভ্যাকসিন সংগ্রহ ও ব্যবহার করার জন্য বাংলাদেশ এই অনুদানের অর্থ ব্যবহার করবে।

‘যদিও বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে, তারপরও জনগণকে ভ্যাকসিন সরবরাহ করা হলে দেশের অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চালানো যাবে।’

এমআই/

এই বিভাগের আরও খবর