chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩ দেশ থেকে এলো ৩৭৩ টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক : এবার চট্টগ্রাম বন্দর দিয়ে মিয়ানমার, পাকিস্তানদুবাই থেকে ১১ টি কনটেইনারে করে এসেছে ৩৭৩ মেট্রিক টন পেঁয়াজ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, মিয়ানমার থেকে ৬ কনটেইনার, পাকিস্তান থেকে ৪ কনটেইনার এবং দুবাই থেকে ১ কনটেইনারে করে এসব পেঁয়াজ এসেছে। ইতিমধ্যে সব পেঁয়াজ খালাস করা হয়েছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্র জানিয়েছে, তাদের কেন্দ্র থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৫৪ টন পেঁয়াজ আমদানির জন্য ৩২২টি অনুমতিপত্র (আইপি) নিয়েছেন ব্যবসায়ীরা। চীন, মিশর, তুরস্ক, মিয়ানমার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভারত ও পাকিস্তান- এ ১২ দেশ থেকে এসব পেঁয়াজ আমদানি করবেন তারা।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, পেঁয়াজের সংকট মোকাবেলায় চট্টগ্রাম বন্দরে আসার পর দ্রুত খালাসের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর