chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন গায়ক আকবর

ডেস্ক নিউজ: গায়ক আকবর আলী গাজীর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ  দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে আকবর গণমাধ্যমকে বলেন, আমার স্যার (হানিফ সংকেত) প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর উনি আমার অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী স্যারের কথা শুনেছেন। তিনি আমার জন্য আরও দুই লাখ টাকার চেক বরাদ্দ করেন এবং পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) আজীবন ফ্রি করে দিয়েছেন। আমি আমার স্যার ও প্রধানমন্ত্রীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।

তিনি আরো জানান,  ৯ সেপ্টেম্বর চেক ও কাগজপত্র ইস্যু হয়েছে, গ্রহণ করেছেন ২০ সেপ্টেম্বর। এ ছাড়া আগামী ১ অক্টোবর ভারতে অ্যাপয়েনমেন্টও নিযেছেন তারা।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে সারাদেশে ব্যাপক পরিচিতি পান আকবর আলী গাজী। রিকশাচালক থেকে আকবর গায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। ডায়াবেটিস ও কিডনিরোগসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন আকবর আলী।

নিলা চাকমা/চখ

এই বিভাগের আরও খবর