chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগ্রাবাদে ধর্ষণের ঘটনায় ‘পুলিশের সোর্স’ চান্দু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর আগ্রাবাদে ফেনীর কিশোরী ধর্ষণের প্রধান আসামি  ও পুলিশের কথিত সোর্স চান্দু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে নগরের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

গত রবিবার ফেনী থেকে চট্টগ্রামে ফুফুর বাসায় বেড়াতে আসা ওই কিশোরী ফুফাতো বোনের বান্ধবির ফাঁদে পড়ে চান্দু মিয়ার সুপারিওয়ালা পাড়ার বাসায় ধর্ষণের শিকার হয়।

এই ঘটনায় জড়িত থাকায় ফুফাতো বোনের বান্ধবী নুরী বেগম (২০), তার স্বামী মো. অন্তর (২৪) ও চান্দু মিয়ার সহযোগী মো. রাজিবকে (২৩) গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতার চান্দু মিয়া ওই থানায় কর্মরত অবস্থায় বরখাস্ত হওয়া এসআই হেলালের সোর্স হিসেবে এলাকায় পরিচয় দিত।  তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো এলাকার সাধারণ মানুষ।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...