chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিপ্লব উদ্যানে অতিরিক্ত বসার আসন অপসারণ করল চসিক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ সকাল থেকে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর ষোলশহর ২নং গেইট সংলগ্ন বিপ্লব উদ্যানে চুক্তির শর্ত বর্হিভুতভাবে নির্মিত অতিরিক্ত বসার আসন গুলি অপসারণ করা হয়।

একই অভিযানে এম এম আলী রোড ও মেহেদীবাগ রোডে রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত অবৈধভাবে দখল করে বসা প্রায় ২০টি দোকানের মালামাল অপসারন ও বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়।

এসময় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের পণ্য সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি অপরাধে ৮ ব্যক্তি- প্রতিষ্ঠানকে আট হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করেন।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর