chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাসান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, হাসান মাহমুদ চৌধুরী করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্য-সহযোগিতা প্রদানের পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানেও অনুদান ও চিকিৎসা সামগ্রী প্রদান করে করোনা সংকট মোকাবেলায় মানবিক দায়িত্ব পালন করেছেন।

তিনি ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও থাই চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবেও বেশ সুনামের সঙ্গে দায়িত্বপালন করেছেন।

তিনি আরো বলেন, হাসান মাহমুদ চৌধুরী মৃত্যুতে দেশবাসী একজন সফল ব্যবসায়ী ও মানবিক মানুষ হারালো।

শিক্ষা উপমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর
Loading...