chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিল্পপতি হাসান মাহমুদের মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের শোক

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মনজুরুল আলম মনজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, হাছান মাহমুদ চৌধুরী শুধু একজন শিল্পপতি ছিলেন না, তিনি ছিলেন মানবতার কাণ্ডারী।

পরোপকারী নির্লোভ এই মহান ব্যক্তির মৃত্যুতে জাতির যে ক্ষতি সাধিত হয়েছে তা পূরনীয় নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর
Loading...