chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জুভেন্টাসকে জেতাতে পারল না রোনালদোর জোড়া গোলও

খেলা ডেস্ক: রোনালদোর জোড়া গোলের পরও জিততে পারল না জুভেন্টাস। পরাজয়ের শঙ্কা জাগলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে তারা।

ইতালিয়ান সিরি ‘আ’তে রোমার মাঠে খেলতে গিয়ে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। জোড়া গোল করেও দলকে জয় এনে দিতে পারেননি রোনালদো। তবে পাইয়ে দিয়েছেন একটি পয়েন্ট।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল জুভেন্টাসই। ম্যাচের ৬০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেই খেলেছে তারা। কিন্তু সে অর্থে জোরালো আক্রমণে রোমার রক্ষণে ভয় ধরাতে পারেনি। উল্টো আচমকা সব আক্রমণে জুভেন্টাসকে তটস্থ করে রেখেছিল স্বাগতিকরাই।

তবে ম্যাচের ৩১ মিনিটে করা প্রথম গোলটিতে জুভেন্টাসেরও দায় ছিল অনেকটা। রোমার মিডফিল্ডার জর্ডান ভেরেতু গোল বরাবর শট নিলে সেটি ডি-বক্সের মধ্যে হাতে লাগে জুভেন্টাস মিডফিল্ডার আদ্রিয়ান র‍্যাবিয়টের। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকেই প্রথম গোল করেন ভেরেতু।

প্রথমার্ধে বিরতির বাঁশি বাজার আগে গোল হয় আরও দুইটি। ম্যাচের ৪৪ মিনিটের মাথায় ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় জুভেন্টাস। সফল স্পটকিকে ম্যাচে সমতা ফেরান দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার শটই ডি-বক্সের মধ্যে হাতে লেগেছিল রোমা মিডফিল্ডার পেলেগ্রিনির।

প্রথমার্ধের অতিরিক্তি যোগ করা সময়ে ফের লিড নেয় রোমা। রোনালদোর গোলের দুই মিনিটের মাথায় দারুণ এক কাউন্টার অ্যাটাকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ভেরেতু।

ম্যাচের ৬২ মিনিটের সময় জুভেন্টাসের বিপদ বাড়ান প্রথম গোলের হ্যান্ডবল করা র‍্যাবিয়ট। মাঝমাঠে রোমার ফরোয়ার্ড হেনরিখ মিখতিরিয়ানকে অযথাই পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন র‍্যাবিয়ট। ফলে প্রায় ত্রিশ মিনিট বাকি থাকতে দশজনের দলে পরিণত হয় জুভেন্টাস।

এই সুযোগটি অবশ্য নিতে পারেনি রোমা। দশজনের জুভেন্টাসের বিপক্ষেও ম্যাচের বাকি সময়ে কোনো গোল করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৬৯ মিনিটে দানিলোর ক্রসে লাফিয়ে ওঠা হেডে ম্যাচে সমতা ফেরান রোনালদো, করেন চলতি লিগে নিজের দ্বিতীয় গোল। বাকি সময়ে একের পর এক চেষ্টা করেও জয়সূচক গোল আদায় করতে পারেনি কোনো দল।

এই ড্রয়ের পর পয়েন্ট টেবিলে বেশ পিছিয়েছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। দুই ম্যাচে একটি করে জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ।

এমআই/

এই বিভাগের আরও খবর