chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জামিন পেলেন আলাউদ্দিন জিহাদী

আল্লামা শফীকে নিয়ে কটুক্তি 

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতারকৃত মুফতি আলাউদ্দিন জিহাদীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান দিপু বলেন, আসামিপক্ষের বক্তব্যে সন্তুষ্ট হয়ে আদালত জামিন মঞ্জুর করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর মৃত্যুর পর তাকে কটুক্তি করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসটি নিয়ে সমালোচনা শুরু হলে তা সরিয়ে নিয়ে আরেকটি স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করা হয়। এই স্ট্যাটাসের কারণে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসা মসজিদের খতিব হেফাজতে ইসলামের নেতা হারুনুর রশিদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা থানায় একটি মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর এই মামলায় আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতারের পর একদিনের রিমান্ডে নেয়া হয়।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর
Loading...