chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাওয়া যাবে নিজস্ব ওয়েবসাইটে

ডেস্ক নিউজ: গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) হিফজুল কোরআন ও ইলমুত তাজবিদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)।

কেন্দ্রীয় পরীক্ষার ফল সম্পর্কিত সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com এ পাওয়া যাবে।

বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফজুল কোরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ জন।

পরীক্ষায় স্টার মার্ক পেয়েছেন পাঁচ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ হাজার ১২৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ৯ হাজার ৮২২ জন।

শনিবার বেলা ১২টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক ও মুহা. রফিকুল হক পরীক্ষার ফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন। পরে তিনি ফল ঘোষণা করেন।

বেফাকের মহাপরিচালক বলেন, কওমি মাদ্রাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে।

এমআই/

এই বিভাগের আরও খবর