chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক বিকালে

ডেস্ক নিউজ : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে ভার্চুয়াল বৈঠক রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে উভয় মন্ত্রীর মধ্যে আলোচনা হবে ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিকাল ৫টায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করা হয়। তাঁর আগ্রহের প্রেক্ষিতেই ওই টেলি কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবে প্রায় ২২ লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। দুদেশের সম্পর্কও খুব ভালো। এই সম্পর্ক আরো যাতে এগিয়ে নেয়া যায় সেই লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় উঠে আসবে বলে জানানো হয়।

এই বিভাগের আরও খবর