chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি’র সাবেক উপাচার্য এ,জে,এম নুরুদ্দিন আর নেই

ডেস্ক নিউজ : মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য এজেএম নুরুদ্দীন চৌধুরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলেহি রাজিউন)।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী হাসিনা বেগম ও তিন সন্তান ড. মেসবাহউদ্দীন চৌধুরী, নায়েমা সাদিয়া ও আদিবা নাজিয়াসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের দামপাড়াস্থ জমিয়াতুল ফালাহ মসজিদে বাদে জোহর সাবেক উপাচার্য নুরুদ্দীন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, গত ১৫ আগস্ট করোনার উপসর্গ থাকায় এজেএম নুরুদ্দীন চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে র আইসিইউতে ভর্তি করা হয়। আজ শনিবার রাতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধ্যাপক এজেএম নুরুদ্দীন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৭২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও পরে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব যেমন বিভাগীয় ডিন, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর