chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৪৩ জন করোনা রোগী শনাক্ত, মৃত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭১০ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৩ জন। এর মধ্যে ৩৩ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৮ জন। এর মধ্যে ১৯৭ জন নগরের ও ৯১ জন উপজেলার বাসিন্দা।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ৬১৩ জনের মধ্যে ১৩ হাজার ৩৩১ জন নগরের ও ৫ হাজার ২৮২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮০ জন । এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬২ জন। তাদের মধ্যে ৩ হাজার ৮৪ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সিভিল সার্জন জানান, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৯ ও উপজেলার ৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৬ ও উপজেলার ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ২ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৩ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১১ জনের নমুনা মধ্যে উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৭ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৬ ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর