chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জালনোটসহ ভুয়া সাংবাদিক র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক : নগরীতে জাল নোটসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার কলসি দিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া সাংবাদিকের নাম- মোঃ রাসেল শেখ (২৪)। সে পিরোজপুর জেলার পিরোজপুর থানার কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামের মৃত নাসির শেখের ছেলে।

বিষয়টি র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন চট্টলার খবরকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান চট্টলার খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লোকজনের সাথে জাল নোট দিয়ে প্রতারণা করার সময় রাসেলকে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেটে থেকে ৪ টি ১ হাজার টাকার নোট ও দুটি গনমাধ্যমের নকল পরিচয় পত্র(দৈনিক বর্তমান বাংলা ও অপরাধ দমন) জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে রাসেল কোন হাউজে সাংবাদিকতা করতো, তার অফিস কোথায় কিছুই জানাতে পারে নি। সে কার্ডগুলো প্রিন্টং প্রেস থেকে বানিয়েছেন। তার পড়াশোনার ব্যাপারেও কোন সদুত্তর সে দিতে পারেনি।

জাল টাকার ব্যাপারে রকিবুল হাসান আরও বলেন, রাসেল দীর্ঘদিন যাবৎ বন্দর থানার কলসির দিঘীর পাড় এলাকায় জাল টাকা ছড়িয়ে দিচ্ছিলো বলে জানিয়েছে। তার এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তাদের বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

এই ঘটনায় প্রতারক রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

কামরুল/এএমএস

এই বিভাগের আরও খবর