chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাইরাল নেহা কক্কর

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সুরের জাদুতে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তার ভক্তদের। আর তার মন ভুলানো হাসি হৃদয় দোলা দেয় সবার। 

তিনি শুধু প্লে ব্যাক সিঙ্গার হিসেবেই জনপ্রিয়তা পেয়েছেন তা নয়, বর্তমানে তাকে একাধিক রিয়েলিটি শো-এর বিচারকের ভূমিকাতেও দেখা যাচ্ছে। এবার ভাইরাল হল নেহা কক্কর একাধিক ছবি। যা তিনি বুধবার শেয়ার করেছিলেন। এই ছবিগুলোতে বয়ে গেছে লাইকের বন্যা। কেননা নেহাকে যে একেবারে ভিন্ন এক লুকে দেখলেন তার ভক্ত শ্রোতারা।

ছবিতে দেখা যাচ্ছে, নেহা একটা জিন্স পরেছেন। সঙ্গে শার্ট থাকলেও সেটা গায়ে দেননি। বেঁধে রেখেছেন কোমরে। অন্তর্বাস পরেই ছবির একাধিক পোজে তাকে দেখা যায়। এই বোল্ড লুকে নেহাকে কবে কখন দেখেছে তা নিয়ে চলছে নেটিজেনদের মধ্যে আলোচনা। তবে নেটজনতার একটা অংশ নেহার এই লুককে লুফে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

এই বিভাগের আরও খবর
Loading...