chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাভারে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা, আসামি মিজানের বাবা-মা গ্রেফতার

ডেস্ক নিউজ : ঢাকার সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমানের বাবা-মা’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মানিকগঞ্জের চারীগ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাভারের ব্যাংক কলোনি এলাকার হাজী আইয়ুব আলীর ছেলে আবদুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)।

র‌্যাব ৪-এর সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমিরউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি মিজানুর রহমান এখনও পলাতক। তাকে গ্রেফতারের তোড়জোড় শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য গত রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে কিশোরী নীলাকে নিয়ে তার ভাই অলক রায় রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় অস্ত্রের মুখে নীলাকে টেনে হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে পালপাড়া এলাকায় নিয়ে যায় মিজান।

পরে নীলার গলায়, পেটে, মুখে ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নীলা মারা যায়।

চখ/কামরুল

এই বিভাগের আরও খবর