chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম নগরীতে চোরাই মোবাইলসহ আটক ২

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোয়েন্দা পুলিশের বন্দর টিম তাদের আটক করে।

আটকৃতরা হলো- মোঃ মহিউদ্দিন (২২) ও মোঃ জহির আলম সাকিব (২০)।

গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) এসএম মোস্তাইন হোসেন চট্টলার খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরের রাহাত্তার পুল মোড়স্থ ফুলকলি মিষ্টির দোকানের সামনে হতে ৪ টি চোরাই মোবাইল ফোনসহ মো মহিউদ্দিনকে এবং কালামিয়া বাজার মোড়স্থ বনফুল মিষ্টির দোকানের সামনে হতে ৩ টি চোরাই মোবাইল ফোনসহ মোঃ জহির আলম সাকিবকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...