chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন এক সপ্তাহ পেছালো

ডেস্ক নিউজ : এক সপ্তাহ পিছিয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে এ ক্যাম্পেইন। ১৭ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর (এনএনএস) ডা. এসএম মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তবে এবার রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো থাকছে না বলেও জানান তিনি।

ছয়মাস পর পর বছরের দুই বার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হয়। করোনা মহামারির কারণে এবার তিন মাস পিছিয়ে নয় মাস পর এই ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর