chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রীতিলতা হয়ে আসছে পরী

ডেস্ক নিউজঃ পর্দায় আসার পর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। এবার আরো নতুন চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এ নায়িকা।

জানাগেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করতে যাচ্ছে পরী। এ ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

ছবির নির্মাতা বলেন, প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরীমণিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে। এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।

উল্লেখ্য, ১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বৎসর বয়সে আত্মাহুতি দেন।

নিলা চাকমা/ চখ

এই বিভাগের আরও খবর