chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্ত্রীর মামলায় পিরোজপুরে ছাত্রদল নেতা গ্রেফতার

ডেস্ক নিউজঃ প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলার হুলারহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল গণমাধ্যমকে জানান। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রুবেলের প্রথম স্ত্রী শেখ সাজিয়া আফরিন শাম্মী গণমাধ্যমকে বলেন, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি তার সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাদের দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে। সম্প্রতি রুবেল ও তার মা জাকিয়া বেগম ২৫ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে নানাভাবে চাপ দিতে থাকে। রুবেলের দাবি অনুযায়ী যৌতুকের টাকা দিতে না পারায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং এক পর্যায়ে তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বিষয়টি পারিবারিকভাবে সমঝোতার  চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর খুলনা আদালতে স্বামী ও শাশুড়িকে আসামি করে যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করেন।

রুবেল যৌতুকের লোভে এ বছরের শুরুর দিকে তার অনুমতি না নিয়েই যশোর এলাকার একটি মেয়েকে বিয়ে করেছেন বলেও জানান সাজিয়া।

এমএইচআই/চখ

এই বিভাগের আরও খবর