chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট

ডেস্ক নিউজঃ  ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওয়াপদা’র (অধুনালুপ্ত ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ এ রিট দায়ের করেন। এতে এলজিআরডি মন্ত্রণালয় সচিব, ঢাকা ওয়াসার এমডিসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরো তিন বছর বাড়ানোর প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে ষষ্ঠবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেবেন তিনি।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার পঞ্চমবারের মেয়াদ শেষ হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর