chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তৃতীয় দিনেও সৌদি প্রবাসীদের বিক্ষোভ

ডেস্ক নিউজঃ টিকেটের দাবিতে তৃতীয় দিনেও সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নিয়েছেন সৌদি ফেরত প্রবাসীরা

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘টিকেটের জন্য সৌদি প্রবাসীরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।’

এর আগে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই প্রবাসীরা  বিক্ষোভ করে আসছেন। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে তারা লিখিতভাবে বিষয়টি জানান। তারই পরিপ্রেক্ষিতে  সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ সরকার।পরে কর্মীদের আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ২৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে দেশটি।

নচ/চখ

 

 

এই বিভাগের আরও খবর