chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারী মাদ্রাসায় ফিরলেন ৪ শিক্ষক, আনাস মাদানীর নিয়োগ করা ২জন বাদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার আল্লামা শফীর ছেলে আনাস মাদানীর নিয়োগ দেওয়া দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আল্লামা শফীর সময়ে অব্যাহতি দেওয়া চার শিক্ষককে ফের নিয়োগ দেওয়া হয়েছে।

আল্লামা শফীর মৃত্যুর পর গঠিত মাদ্রাসার তিন সদস্যের পরিচালক প্যানেল বুধবার (২৩ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেয়।

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন মাওলানা উসমান ও মাওলানা তকি উদ্দিন আজিজ। আর পুনর্নিয়োগ পাওয়া চার শিক্ষক হলেন, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা হাসান ও মাওলানা মনসুর।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও পরিচালনা বোর্ডের সদস্য মাওলানা ইয়াহিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আল্লামা আহমদ শফী মুহতামিম থাকার সময় তার ছেলে আনাস মাদানী দুই শিক্ষককে নিয়োগ দিয়েছিলেন। এছাড়া কয়েকজনকে অবৈধভাবে অব্যাহতি দিয়েছেন তিনি।

মাওলানা ইয়াহিয়া আরও বলেন, এসব কারণে মাদ্রাসায় অসন্তোষ সৃষ্টি হয়। ছাত্ররা আন্দোলন শুরু করেন।’ ওই আন্দোলনের মুখে মাদ্রাসার শিক্ষা সচিব আনাস মাদানী ও নুরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয় বলেও তিনি জানান।

এসএএস/

এই বিভাগের আরও খবর